সুদানে চলছে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ, মৃত্যু বেড়ে ১১

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৯, ২০২১
০১:০৭ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৯, ২০২১
০১:০৭ অপরাহ্ন



সুদানে চলছে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ, মৃত্যু বেড়ে ১১

পূর্ব আফ্রিকার দেশ সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ অব্যাহত আছে। অব্যাহত বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা ১১ তে দাঁড়িয়েছে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দেশটির রাজধানী খার্তুমে সেনাবাহিনীর সঙ্গে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত আরও একজনের প্রাণ গেছে। এ নিয়ে অভ্যুত্থানের দিন থেকে শুরু করে চারদিনে সুদানে সেনা-বিক্ষোভকারী সংঘর্ষে নিহতের সংখ্যা এখন ১১।

এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে সুদানের পরিস্থিতিতে ‘গভীর উদ্বেগ’ ব্যক্ত করে সোমবার বেসামরিক নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করা হয়েছিলো, সেই সরকারকে পুনর্বহালের আহ্বান জানিয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, অন্য দেশগুলোর মতো যুক্তরাষ্ট্রও সুদানের বিক্ষোভকারীদের পাশে আছে। সুদানের সামরিক কর্তৃপক্ষের প্রতি আমাদের সবার স্পষ্ট বার্তা- সুদানের জনগণকে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে দিতে হবে এবং বেসামরিক নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পুনর্বহাল করতে হবে।

আরসি-১০