সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২৯, ২০২১
০৯:৩৮ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২৯, ২০২১
০৯:৩৮ অপরাহ্ন
তালেবানের ক্ষমতা গ্রহণের পর থেকে আফগানিস্তানে শুরু হয়েছে তীব্র মানবিক সংকটের। দিনে দিনে এই সংকট আরও গভীর হচ্ছে।
এই পরিস্থিতিতে আফগান জনগণকে সংকট থেকে রক্ষা করতে প্রায় ১৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ২২৬ কোটি টাকা।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ওয়াশিংটনে এই ঘোষণা দেন। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।
বৃহস্পতিবার ব্লিংকেন জানান, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত মানবিক সহায়তা তালেবান সরকারের হাতে নয় বরং স্বাধীন আন্তর্জাতিক এবং মানবাধিকার এনজিও ও সংস্থাগুলোর মাধ্যমে আফগান জনগণের কাছে সরাসরি পৌঁছে দেওয়া হবে।
এসব সংস্থার মধ্যে রয়েছে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এছাড়া সহায়তা দেওয়া এবং আফগান জনগণের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি ব্যাপকভাবে মনিটরিং করা হবে বলেও জানান তিনি।
বি এন-০৮