সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০২, ২০২১
০৩:৪৫ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০২, ২০২১
০৩:৪৫ অপরাহ্ন
আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরের রেজিস্ট্রারি মাঠ থেকে সকাল ১১ঘটিকায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। র্যালিকে সফল করার লক্ষ্যে অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে সভা করেছে মহানগর বিএনপি।
নগরের ভাতালিয়াস্থ কার্যালয়ে মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি'র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী'র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্মআহ্বায়ক ও কৃষকদলের আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, রেজাউল হাসান কয়েস লোদী, ইমদাদ হোসেন চৌধুরী, রোকসানা বেগম শাহনাজ, যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, মহানগর বিএনপির সদস্য সৈয়দ তৌফিকুল হাদী, হুমায়ুন আহমদ মাসুক, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজল উদ্দিন, আবুল কালাম, মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, মহানগর যুবদল সদস্য সচিব নেওয়াজ বক্ত তারেক, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুর রহমান, মহানগর ছাত্রদল সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, মহানগর শ্রমিকদল সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, যুগ্ম-সম্পাদক ইমরান খান, মহানগর কৃষকদল যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান, মো. আলি লাহিন প্রমুখ।
বক্তারা বলেন, ‘দেশ আজ অবৈধ রাতের ভোটের সরকারের রাহুগ্রাসে ক্ষত বিক্ষত। গুম খুন হত্যা গ্রেপ্তারের নিপীড়ন নির্যাতন লুটপাটের পাশাপাশি দ্রব্য মূল্যের উর্দ্ধগতিতে জনগণ আজ চরম বিপদগ্রস্ত। এমনি দমবন্ধ অবস্থা থেকে জনগণকে মুক্তি পেতে হলে ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বর্তমান অপশক্তির হাত থেকে দেশকে উদ্ধার করতে হবে।’
আরসি-১৫