নিজস্ব প্রতিবেদক
                        নভেম্বর ০৩, ২০২১
                        
                        ১১:১৮ অপরাহ্ন
                        	
                        আপডেট : নভেম্বর ০৪, ২০২১
                        
                        ১২:২২ পূর্বাহ্ন
                             	
                        
            
    আগামী ১৮ ডিসেম্বর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার ৩৬তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার (২ নভেম্বর) রাতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার ২০তম জেলা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল বুধবার (৩ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. নাবিল এইচ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সরোজ কান্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাবিল এইচের পরিচালনায় জেলা সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ১৮ ডিসেম্বর (শনিবার) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার ৩৬তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সহসভাপতি লাকি রানী দাশ-কে চেয়ারম্যান এবং জেলার সাংগঠনিক সম্পাদক রনি সেনাপতি-কে আহ্বায়ক করে ৬টি উপপরিষদসহ সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে।
বিএ-০২