সিলেট মিরর ডেস্ক
                        নভেম্বর ০৪, ২০২১
                        
                        ০৮:০৭ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : নভেম্বর ০৪, ২০২১
                        
                        ০৮:০৭ পূর্বাহ্ন
                             	
                        
            
    জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংসদ শিরীন আখতারের মা রাহেনা আখতার আর নেই। বুধবার (৩ নভেম্বর) রাত ১০টা ৮ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সিলেট জেলা ও মহানগর জাসদের পাঠানো এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এক শোকবার্তায় এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদ, মহানগর সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, জেলার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোক বার্তায় প্রয়াত রাহেনা আখতারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নেতৃবৃন্দ বলেছেন, প্রয়াত রাহেনা আখতার একজন মহীয়সী রত্নগর্ভা নারী। তিনি জাসদের নেতা-কর্মীদের জন্য সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন। জাসদের নেতা-কর্মীদের আমৃত্যু বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছেন। জাসদের নেতা-কর্মীরা প্রয়াত রাহেনা আখতারকে চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আরসি-০২