বুকার জিতলেন দক্ষিণ আফ্রিকার লেখক গ্যালগুট

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৪, ২০২১
০১:৫৭ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৪, ২০২১
০১:৫৮ অপরাহ্ন



বুকার জিতলেন দক্ষিণ আফ্রিকার লেখক গ্যালগুট

দক্ষিণ আফ্রিকার লেখক ডেমন গ্যালগুট মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার জিতেছেন। তিনি তার উপন্যাস ‘দ্য প্রমিজ’-এর জন্য এ পুরস্কার জেতেন। বিবিসি এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় বুধবার পুরস্কারের ৫০ হাজার ডলার গ্রহণ করেন গ্যালগুট। এর আগে ২০০৩ ও ২০১০ সালে তিনি বুকার পুরস্কারের জন্য মনোনিত হয়েছিলেন।

‘দ্য প্রমিজ’ গ্যালগুটের নবম উপন্যাস। এতে একটি পরিবারের গল্প সন্নিবেশিত রয়েছে, যেখানে দেখানো হয়েছে- একটি পরিবার কিভাবে বর্ণবাদ যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত ক্রমে ক্রমে নিঃশেষ হয়ে গেছে।

বুকারের বিচারিক প্যানেলের চেয়ারম্যান মায়া জাসানফ এটাকে ‘এ ট্যুর দিয়ে ফোর্সি’ বলে বর্ণনা করেছেন, যার অর্থ হলো- দক্ষতা, মনসংযোগ ও শক্তিমত্তার অসাধারণ প্রদর্শন।

উপন্যাসটি সম্পর্কে তিনি বলেন, ‘এটাতে একটি অসাধারণ গল্প রয়েছে, সারকথাও বেশ ভালো; আর সেইসঙ্গে দক্ষ হাতে উপস্থাপিত হয়েছে দক্ষিণ আফ্রিকার বিগত ৪০ বছরের ইতিহাস।’ তিনি গ্যালগুটের গল্প বলার ধরনেরও ভূয়সী প্রশংসা করেছেন।

‘দ্য প্রমিজ’-এর গল্প শুরু হয় ১৯৮৬ সালে এবং গল্পটি বর্তমান সময় পর্যন্ত এগোতে থাকে। এ সময়ে চার দশক পার হয়। গল্পেও দেখানো হয় চারটি অন্ত্যেষ্টিক্রিয়া।

বি এন-০৩