অল্পের জন্য বাঁচলেন ইরাকি প্রধানমন্ত্রী

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৭, ২০২১
০৩:২৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৭, ২০২১
০৩:২৪ অপরাহ্ন



অল্পের জন্য বাঁচলেন ইরাকি প্রধানমন্ত্রী

বাসভবনে বিস্ফোরকভর্তি ড্রোন হামলা চালিয়ে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমিকে হত্যার চেষ্টা চালানো হয়েছে।

ইরাকি প্রধানমন্ত্রী অল্পের জন্য বেঁচে গেলেও তার তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা।

রবিবার ভোরে ইরাকের রাজধানী বাগদাদে প্রধানমন্ত্রীর বাসভবনে এই ড্রোন হামলা চালানো হয়।

হামলার পর এক টুইট বার্তায় মুস্তাফা আল-কাদিমি ‘দেশের ভালোর জন্য’ সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দেশের ভালোর জন্য সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছি।’

ইরাকের সাধারণ নির্বাচন নিয়ে গত ১০ অক্টোবর সহিংস বিক্ষোভের পর এ হামলার ঘটনা ঘটলো। ওই নির্বাচনে ইরানপন্থীদের ভরাডুবি হয়।

বি এন-০৪