যুক্তরাষ্ট্রে এক ঘণ্টা পিছাল ঘড়ির কাঁটা

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৮, ২০২১
০১:৪২ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৮, ২০২১
০১:৫০ অপরাহ্ন



যুক্তরাষ্ট্রে এক ঘণ্টা পিছাল ঘড়ির কাঁটা

এক ঘণ্টা পিছিয়ে গেছে যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা। নিউ ইয়র্ক সময় রবিবার (৭ নভেম্বর) ভোর রাত ২টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে গেছে। অর্থাৎ সে সময় থেকে যুক্তরাষ্ট্রে ‘স্ট্যান্ডার্ড টাইমটেবল’ শুরু হয়েছে। এখন নিউ ইয়র্কে যখন রাত একটা বাজবে। বাংলাদেশে তখন হবে বেলা ১২টা।

এ কর্মসূচি অব্যাহত থাকবে মার্চের দ্বিতীয় সপ্তাহের রবিবার ভোর রাত পর্যন্ত। সে সময় আবারও ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নিতে হবে। অর্থাৎ আবারও শুরু হবে ‘ডে লাইট সেভিংস টাইমস’ অর্থাৎ দিনের আলোকে অধিক সময় কাজে লাগানোর প্রক্রিয়া।

সূর্যের আলো কাজে লাগানোর জন্যে গত ১৩ মার্চ রাতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেওয়া হয়েছিল ‘ডে লাইট সেভিংস টাইম’র আওতায়। ঘড়ির কাঁটা এগিয়ে ও পিছিয়ে নেওয়ার জন্য মার্কিন কংগ্রেসে একটি বিল পাস হয়েছে।

আইফোন বা অন্য কোনো ধরনের স্মার্ট ফোন, কম্পিউটারে সময় বদলে যাবে স্বয়ংক্রিয়ভাবে। এ ব্যবস্থা অব্যাহত থাকবে আগামী বছরের ২২ মার্চ রবিবার রাত ২টা পর্যন্ত।

বি এন-০৩