সিলেট মিরর ডেস্ক
                        নভেম্বর ১৬, ২০২১
                        
                        ০৩:৪০ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : নভেম্বর ১৬, ২০২১
                        
                        ০৩:৪০ পূর্বাহ্ন
                             	
                        
            
    সৌদি আরব বিশ্বে প্রথম অলাভজনক শহর প্রতিষ্ঠা করতে যাচ্ছে। শহরটির নাম হবে ‘প্রিন্স মোহাম্মদ বিন সালমান নন-প্রফিট সিটি’। বোর্ড অব মোহাম্মদ বিল সালমান মিস্ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সাউদ এ ঘোষণা দিয়েছেন।
৩.৪ বর্গ মিটারের এই শহরটি হবে সৌদি যুবরাজের দান করা ওয়াদি হানিফা সংলগ্ন ইরকা এলাকায়। শহরটিতে থাকবে আর্ট থিয়েটার, খেলার জায়গা, রান্না বিষয়ক একাডেমি, সমন্বিত আবাসিক কমপ্লেক্ষ, বিজ্ঞানের একটি জাদুঘরসহ অনেক কিছুই।
বিজ্ঞান ও নতুন প্রজন্মের প্রযুক্তি খাত, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্সের মতো প্রযুক্তিতে উচ্চাকাঙ্ক্ষী উদ্ভাবনীকে সমর্থন দেবে এই সেন্টার। ক্রাউন প্রিন্স বলেছেন, এমন শহর এটাই প্রথম হবে সৌদি আরবে। এর মধ্য দিয়ে মোহাম্মদ বিন সালমান মিস্ক ফাউন্ডেশনের লক্ষ্য অর্জনে অবদান রাখবে এই শহর।
স্থানীয় ও আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠানের তরুণদের কাজের জন্য এটি হবে বৈশ্বিক পর্যায়ে উন্নয়নের একটি মডেল।
আরসি-১৭