@Framework : Laravel 6 (IT Factory Admin) @Developer : Faysal Younus
সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১৬, ২০২১
০১:০৬ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৬, ২০২১
০১:১৯ পূর্বাহ্ন
একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী আগামী বৃহস্পতিবার তিন দিনের সফরে সিলেট আসছেন। তিনি ওই দিন বিকেলে তিনি মৌলভীবাজার পৌর মিলনায়তনে মাদক বিরোধী আলোচনা সভায় যোগদান করবেন। পরের দিন শুক্রবার সকাল ১১ টায় সিলেট ব্রহ্ম মন্দিরে বিশিষ্ট লেখিকা অমিতা বর্ধনের ত্রয়ী গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বিকেলে সিলেট জেলা পরিষদে হৃদবন্ধন সাহিত্য পর্ষদের লেখক গাইডের মোড়ক উন্মোচন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
২০ নভেম্বর শনিবার বিশ্বনাথ আকিলপুরস্থ তাঁর নিজ গ্রামে সকাল ১১ টায় ড. মঞ্জুশ্রী সাহিত্য সম্মাননা-২০২১, ড. অরূপ রতন চৌধুরী ইয়ুথ ওয়েল ফেয়ার ইন্সটিটিউট-এর কম্পিউটার শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দুপুর ১২টায় আকিলপুর গ্রামবাসীর পক্ষ হতে তাঁকে গণসংবর্ধনা প্রদান করা হবে। দুপুর ২ টায় আকিলপুর শ্রীচৈতন্য মহাপ্রভুর আখড়া পরিদর্শন করবেন এবং বিকেল ৪ টায় ড. অরূপ রতন চৌধুরী ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
এএন/০১