সব ষড়যন্ত্র : বহিষ্কৃত জাহাঙ্গীর

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৯, ২০২১
১০:০৭ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৯, ২০২১
১০:০৭ অপরাহ্ন



সব ষড়যন্ত্র : বহিষ্কৃত জাহাঙ্গীর

গাজীপুর সিটি করপোরেশন মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার (১৯ নভেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

পাশাপাশি মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আওয়ামী লীগের বৈঠক সূত্রে জানা গেছে।

তবে আজীবন বহিষ্কারের পর 'ষড়যন্ত্র' বলে প্রতিক্রিয়া জানালেন মেয়র। একই সঙ্গে দলের পক্ষ থেকে এখনো তাকে কিছুই জানানো হয়নি বলে দাবি করেছেন তিনি।

দলীয় সিদ্ধান্তের বিষয়ে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘বঙ্গবন্ধুকে ছোটবেলা থেকেই ভালবাসি, শ্রদ্ধা করি। তাঁকে বা মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কুটূক্তি করিনি। সব ষড়যন্ত্র হয়েছে। আগেও বলেছি নেত্রী আমার অভিভাবক। তিনি ও দল যে সিদ্ধান্ত নেয়, মেনে নিব। তবে দল থেকে আমাকে সিদ্ধান্তের ব্যাপারে রাত সাড়ে ৮টা পর্যন্ত কিছু জানানো হয়নি।' 

আরসি-২১