পাটাতনে মারা যাওয়া ১০ অভিবাসীর দেহ পৌঁছাল সিসিলি দ্বীপে

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২০, ২০২১
০৫:২৭ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২০, ২০২১
০৭:৩০ অপরাহ্ন



পাটাতনে মারা যাওয়া ১০ অভিবাসীর দেহ পৌঁছাল সিসিলি দ্বীপে

সাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারানো ১০ অভিবাসীকে বহনকারী একটি নৌকা ইতালির ভূমধ্যসাগরীয় দ্বীপ সিসিলিতে পৌঁছেছে। এছাড়াও চলতি সপ্তাহে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টার সময় উদ্ধার কয়েক ডজন অভিবাসীও ইতালির এই দ্বীপে শুক্রবার পৌঁছেছেন।

দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) পরিচালিত জিও ব্যারেন্টস জাহাজের ক্রুরা লিবিয়া উপকূল থেকে ৩০ নটিক্যাল মাইল দূরে একটি জনাকীর্ণ নৌকায় ওই ১০ জনের মরদেহ খুঁজে পেয়েছেন।

এমএসএফের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই অভিবাসীরা প্রায় ১৩ ঘণ্টা ধরে নৌকার পাটাতনে বসে সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন। এ সময় জ্বালানির তীব্র গন্ধের কারণে দম বন্ধ হয়ে তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

বি এন-০৮