ছাত্রদলের মিছিলে পুলিশি হামলার অভিযোগ

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২২, ২০২১
০৫:৩২ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২২, ২০২১
০৫:৩২ পূর্বাহ্ন



ছাত্রদলের মিছিলে পুলিশি হামলার অভিযোগ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে বিএনপি। সমাবেশ শেষে মিছিল বের করে কেন্দ্রীয় ছাত্রদল।

মিছিলটি মৎস্য ভবন হয়ে কাকরাইল মোড়ের দিকে গেলে পুলিশ পেছন থেকে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

এ বিষয়ে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন সাংবাদিকদেরকে বলেন, সমাবেশ শেষে আমরা মিছিল নিয়ে মৎস্য ভবন, কাকরাইল মোড় হয়ে বিজয়নগরের দিকে যাচ্ছিলাম। এ সময় মিছিলটি কাকরাইল মোড় অতিক্রম করার সময় পুলিশ আমাদের মিছিলে পেছন থেকে অতর্কিত হামলা চালায়।

এই হামলায় ছাত্রদলের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে বলেও অভিযোগ করে খোকন।

আরসি-০৫