সন্ত্রাসীদের গুলিতে কাউন্সিলর নিহত

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২২, ২০২১
১০:১৬ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২২, ২০২১
১০:১৮ অপরাহ্ন



সন্ত্রাসীদের গুলিতে কাউন্সিলর নিহত

সন্ত্রাসীদের গুলিতে কুমিল্লায় সিটি কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা নিহত হয়েছেন। এছাড়া আরও ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন।

আজ সোমবার (২২ নভেম্বর) বিকেলে অতর্কিত এ হামলার ঘটনা ঘটে। সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। 

নিহত সৈয়দ মো. সোহেল কুমিল্লা ‌সি‌টি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং হরিপদ সাহা ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন। 

এ ঘটনায় গুলিবিদ্ধরা হলেন,  জুয়েল (৪০), আউয়াল হোসেন রিজু (২৫), রাসেল (২৮) ও মাজেদুল হক বাদল (২৫)। তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে কুমিল্লা শহরের পাথরিয়াপাড়া থ্রি স্টার এন্টারপ্রাইজের নিজ কার্যালয়ে বসা ছিলেন কাউন্সিলর মো. সোহেল। এ সময় মুখোশধারী একদল দুর্বৃত্ত সেখানে ঢুকে এলাপাতাড়ি গুলি ছোড়ে। এতে কাউন্সিলর সোহেলসহ ৬ জন গুলিবিদ্ধ হন।

কাউন্সিলর সোহেলের ছেলে নাদিম বলেন, আমার আব্বু এক ঘণ্টা গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পড়ে ছিল। তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন জানান, কাউন্সিলর সোহেলের শরীরে ৯টি গুলি লেগেছে। আমরা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি।


এএফ/০৩