টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার পদত্যাগ

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ৩০, ২০২১
০৪:০৫ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ৩০, ২০২১
০৪:০৯ পূর্বাহ্ন



টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার পদত্যাগ

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। এ পদে তার স্থলাভিষিক্ত হয়েছেন টুইটারের বর্তমান চিফ টেকনিক্যাল অফিসার পরাগ আগারওয়াল।

জ্যাক ডরসি ২০০৬ সালে টুইটার প্রতিষ্ঠার পর থেকে টুইটার এবং পেমেন্ট ফার্ম স্কয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করে আসছেন।

পদত্যাগের বিষয়ে এক বিবৃতিতে ডরসি বলেছেন, এখনই সময় সরে দাঁড়ানোর। আমিও প্রস্তুত সে জন্য।

সোমবার (২৯ নভেম্বর) টুইটার জানিয়েছে, শিগগির এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।


আরএম/০৩