কুশিয়ারা নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

নবীগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ৩০, ২০২১
০৭:০৫ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ৩০, ২০২১
০৭:০৫ পূর্বাহ্ন



কুশিয়ারা নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

নবীগঞ্জের পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলার কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (২৯ নভেম্বর) রাত ৭টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মার্কুলী বাজারের সরকারি খাদ্য গুদামের পশ্চিমে কুশিয়ারা নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় লাশটি স্থানীয়রা দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় রাত ৭টার দিকে উল্লেখিত জায়গা থেকে লাশটি উদ্ধার করে। তবে লাশের কোন পরিচয় জানা যায়নি। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন তথ্যটি নিশ্চিত করেন। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

এ এইচ/বি এন-০২