বিশ্বের ৪০ দেশে ওমিক্রন, আতঙ্কিত না হতে বললো হু

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৪, ২০২১
১২:০১ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৪, ২০২১
১২:০১ অপরাহ্ন



বিশ্বের ৪০ দেশে ওমিক্রন, আতঙ্কিত না হতে বললো হু

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হয়ে বিশ্বকে এ ভাইরাসটি ঠেকাতে প্রস্তুত থাকতে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। 

স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে হু-এর বিজ্ঞানী সৌমিয়া স্বামীনাথন এ কথা বলেন।

হু-এর বিজ্ঞানী সৌমিয়া বলেন, এক বছর আগের চেয়ে বর্তমান পরিস্থিতি অনেকটাই আলাদা। বিভিন্ন তথ্যের বরাত দিয়ে শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অন্তত ৪০টি দেশে ইতোমধ্যে ওমিক্রন শনাক্ত হয়েছে।

আরসি-০৬