সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ০৬, ২০২১
০৫:০০ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৬, ২০২১
০৮:০১ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ ভারতে আরও ১৬ জনের শরীরে শনাক্ত হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) নতুন করে শনাক্ত রোগীদের মধ্যে রাজস্থানের জয়পুরে ৯ জন এবং মহারাষ্ট্রের ৭ জন। প্রত্যেকেই করোনার নতুন রূপ ওমিক্রনে আক্রান্ত।
এর মাধ্যমে ভারতে ওমিক্রনে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ জনে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, দেশটির মহারাষ্ট্র রাজ্যে নতুন করে শনাক্ত ৭ জনের মধ্যে চার জনই বিদেশ থেকে ফিরেছেন। বাকি তিন জন ওই চার জনের ঘনিষ্ঠ। এর ফলে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাাঁড়াল আট জনে এবং দেশটিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২১ জন।
মহারাষ্ট্রে আক্রান্তরা সকলেই পুণের বাসিন্দা বলেও জানানো হয়েছে। অন্যদিকে জয়পুরে রোববার ৯ জনের শরীরে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে বলে রাজস্থানের স্বাস্থ্য দফতর জানিয়েছে।
আরএম-০১