সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ০৬, ২০২১
০১:৪৫ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৬, ২০২১
০২:১৪ অপরাহ্ন
জয়ন্তিকা ট্রেন এভাবে দুইভাগ হয়ে যায়। চিত্রটি মনতলা স্টেশনের। ছবি- সংগৃহীত।
সিলেট থেকে ১৫ বগিতে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন। বেলা ৩টা ৪০ মিনিটে হবিগঞ্জ মনতলা স্টেশনে যাত্রাবিরতি শেষে ৩টা ৪২ মিনিটে পুনরায় যাত্রা শুরু করে ট্রেনটি। স্টেশন ছেড়ে কয়েক গজ যেতেই ট্রেনের মাঝখানে বগির জয়েন্ট খুলে যায়। এতে ট্রেনটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এরপর আশপাশের লোকজন চিৎকার করে চালকের দৃষ্টি আকর্ষণ করলে চালক ট্রেন থামান।
আজ সোমবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট রেলপথের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার পরশ আলী শিকদার জানান, সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনটি স্টেশনে পৌঁছাতেই এর পেছনের জয়েন্ট ছিঁড়ে চারটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় প্রায় তিন ঘণ্টা আটকা পড়ে ট্রেনটি।
ট্রেনের যাত্রীরা বলেন, আমরা প্রথমে বুঝতে পারিনি। পরে দেখি আশপাশের লোকজন চিৎকার করছেন। জানালা দিয়ে দেখি ট্রেনটি দুই ভাগ হয়ে গেছে। আর কিছু বগি নিয়ে আমাদের ট্রেন যাত্রা শুরু করেছে। ভাগ্য ভালো স্টেশনের কাছে এ ঘটনা ঘটেছে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মো. জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন মনতলা স্টেশন থেকে ছেড়ে যাবার পর চলতে শুরু করলে হঠাৎ ১১ নম্বর বগির জয়েন্ট খুলে যায়। এতে ট্রেনটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।
এএফ/০৪