বিশ্বে আরও সাড়ে চার হাজার মৃত্যু, শনাক্ত পৌনে পাঁচ লাখ

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৭, ২০২১
০৩:৫৮ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৭, ২০২১
০৩:৫৮ অপরাহ্ন



বিশ্বে আরও সাড়ে চার হাজার মৃত্যু, শনাক্ত পৌনে পাঁচ লাখ

প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও চার হাজার ৫৬৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন চার লাখ ৭৩ হাজার ৬৪২ জন। আর সুস্থ হয়েছেন তিন লাখ ৪২ হাজার ৫২৩ জন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ লাখ ৭৭ হাজার ৩৪৬ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়েছে ২৬ কোটি ৬৬ লাখ ৭৮ হাজার ৪৬৯ জন। এছাড়া সুস্থ হয়েছে ২৪ কোটি ২ লাখ ১৮ হাজার ৫০৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছে ৫ কোটি ৫৮ হাজার ৫৭২ জন। তাদের মধ্যে মারা গেছেন ৮ লাখ ৯ হাজার ৫৬৮ জন। করোনা থেকে সেরে উঠেছেন ৩ কোটি ৯৫ লাখ ৫২ হাজার ৪৬৭ জন।

তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৭ হাজার ৭২০ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার পাঁচজন। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ১৫ লাখ ৪২ হাজার ৬০০ জন।

আরএম-০১