সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ০৯, ২০২১
১০:৪৮ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৯, ২০২১
১০:৪৮ অপরাহ্ন
আবারও সন্তানের বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবার সকালের দিকে লন্ডনের একটি হাসপাতালে বরিস ও তার স্ত্রী ক্যারির কোল আলো করে এসেছে এক কন্যা সন্তান। এই দম্পতির এক মুখপাত্র বলেছেন, হাসপাতালে জন্ম নেওয়া বরিস দম্পতির কন্যা সুস্থ আছে।
এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘মা এবং মেয়ে দুজনই খুব ভালো আছে। তাদের সব ধরনের সেবা এবং সহায়তা দেওয়ার জন্য ন্যাশনাল হেলথ সার্ভিসের মা ও শিশু দলকে ধন্যবাদ জানাতে চায় এই দম্পতি।’
গত বছরের এপ্রিলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ক্যারির সংসারে প্রথম ছেলে উইলফ্রেডের জন্ম হয়। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর চলতি বছরের মে মাসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। এরপর বৃহস্পতিবার ব্রিটিশ এই দম্পতির সংসারে দ্বিতীয় সন্তান এল।
ক্যারির সঙ্গে সংসার শুরুর আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আরও দু’টি বিয়ে করেছিলেন।
বি এন-০৭