কাশ্মীরে পুলিশের বাসে হামলা, দুই সদস্য নিহত

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৪, ২০২১
০৩:৩০ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৪, ২০২১
০৩:৩০ পূর্বাহ্ন



কাশ্মীরে পুলিশের বাসে হামলা, দুই সদস্য নিহত

ভারতের জম্মু ও কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের অদূরে এক ক্যাম্পের কাছে পুলিশের বাসে হামলা হয়েছে। সোমবার সন্ধ্যায় জেয়ান ক্যাম্পের বাইরে এই হামলায় দুই পুলিশ সদস্য নিহত এবং আরও ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির এক খবরে বলা হয়েছে, নিহতদের একজন সহকারী সাব-ইন্সপেক্টর এবং অপরজন সেকশন গ্রেড কনস্টেবল। হামলায় আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

ওই এলাকায় বেশ কয়েকটি নিরাপত্তা বাহিনীর শিবির রয়েছে। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা বাসটিতে গুলি চালানো হয়। হামলার পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। হামলাকারীদের খোঁজে চালানো হচ্ছে তল্লাশি।

এর আগে গত ১০ ডিসেম্বর কাশ্মীরের বান্দিপোরার গুলশান চকে হামলা হয়। সে হামলায় এক টহল দলের দুই পুলিশ সদস্য নিহত হয়।

পুলিশ দাবি করছে, গত দুই মাসে একাধিক বন্দুকযুদ্ধে টার্গেট কিলিংয়ে জড়িত সব সন্ত্রাসী নিহত হয়েছে। তবে কাশ্মীর উপত্যকায় অভিবাসী শ্রমিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ক্রমাগত হামলার পর সেখানে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বড় হামলার ঘটনা ঘটলো।

আরসি-০৫