মাধবপুর প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২১
১২:৫০ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৪, ২০২১
১২:৫০ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষনের ঘটনায় রিপন মিয়া (১৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে র্যাবের হবিগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেমনিয়া এলাকায় ঢাকা-সিলেট বিশ্বরোড থেকে তাকে গ্রেপ্তার করে। রিপন মিয়া মাধবপুর শহরের আলাকপুর এলাকার সুর রহমানের ছেলে।
আজ মঙ্গলবার (১৪ মঙ্গলবার) দুপুরে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান এই তথ্য জানান। রিপন মিয়াকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মাধবপুর পৌর এলাকায় নানার বাড়িতে থেকে ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করত ওই ছাত্রী। তার বাড়ি ব্রাক্ষণবাড়িয়ার সরাইল উপজেলায়। গত মাসে রিপন মিয়া স্কুলছাত্রীকে একা পেয়ে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ ব্যাপারে ছাত্রীর বাবা বাদী হয়ে গত ৯ নভেম্বর থানায় একটি ধর্ষণ মামলা করেন।
আরসি-১৭