শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১৫, ২০২১
০৬:০৪ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৫, ২০২১
০৬:০৪ অপরাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পুরান বাজার রেল ক্রসিং এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, জেলার বানিয়াচং উপজেলার নন্দীপাড়া গ্রামের আহাদ মিয়ার ছেলে সিয়াম মিয়া (৩০) ও একই উপজেলার দাশপাড়া মহল্লার মইন উদ্দিন মিয়ার ছেলে ফাহিম মিয়া (২৮)।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, দুটি মোটরসাইকেল করে ৬ যুবক বানিয়াচং থেকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ যাচ্ছিল। পথিমধ্যে শায়েস্তাগঞ্জের পুরান বাজার রেল ক্রসিংয়ের কাছে পৌঁছলে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কাঠাল গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিন যুবক গুরুতর আহত হয়। সঙ্গে থাকা বাকি তিনজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত একজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে লাশ দুটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রাখা রয়েছে।
নিহত সিয়াম মিয়ার বন্ধু খালেক মিয়া জানান, আগামী সপ্তাহে সিয়ামের লন্ডন যাওয়ার কথা ছিল। এ ব্যাপারে সকল কাগজপত্র ঠিক রয়েছে।
এসএইচডি/আরসি-০৫