মাধবপুর প্রতিনিধি
ডিসেম্বর ১৯, ২০২১
০৬:৪০ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৯, ২০২১
০৬:৪০ পূর্বাহ্ন
আখাউড়া- শায়েস্তাগঞ্জ রেলপথের হবিগঞ্জের মাধবপুরের কাশিমনগর রেল স্টেশন থেকে এনা বেগম (৪০) নামে ট্রেনে কাটা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের মেহেরপুর গ্রামের আবু তাহের এর মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ ডিসেম্বর) সকালে স্থানীয় জনগণ আখাউড়া- শায়েস্তাগঞ্জ রেলপথে কাসিমনগর রেল স্টেশনের তালিবপুর উচ্চ বিদ্যালয়ের গেইটে রেললাইনের ওপর এক নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন আর রশিদ সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে শুক্রবার গভীর রাতে কোন এক সময় অজ্ঞাত ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। ময়নাদন্ত ছাড়াই পরিবারের আবেদনের পরিপেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ও এম/বি এন-০৩