সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২১
০৬:১২ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২০, ২০২১
০৬:১২ পূর্বাহ্ন
দেশে প্রথমবারের মতো বেসরকারি স্কুলগুলোর প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে। এ লটারির মাধ্যমে এবার সারাদেশের ২ হাজার ৯৬১টি বেসরকারি মাধ্যমিক স্কুলের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে।
রবিবার (১৯ ডিসেম্বর) বিকেলে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে এটি উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, সারা দেশে ২ হাজার ৯৬১টি বেসরকারি স্কুলে ৯ লাখ ৪০ হাজার ৮৭৬ টি শুন্য আসনের বিপরীতে ৩ লাখ ৬৮ হাজার ৭০৭ জন শিক্ষার্থীর আবেদন লটারিতে জমা পড়েছে। প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য ২ লাখ ৭৬ হাজার ৬৪১ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। কেন্দ্রীয়ভাবে টেলিটকের বিশেষ সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে স্কুলে ভর্তির এ লটারি হয়েছে।
যেভাবে ফল দেখা যাবে
প্রতিষ্ঠানপ্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে তাদের ইউজার আইডি দিয়ে ফল জানতে পারবে। এ ছাড়া টেলিটক মোবাইল থেকে এসএমএস দেয়ার মাধ্যমেও ফল জানা যাবে।
নমুনা এসএমএস: GSA RESULT USER ID লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। এছাড়াও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ওয়েবসাইটে ঢুকে লিংকে ক্লিকের মাধ্যমেও ফলাফল দেখা যাবে।
প্রসঙ্গত, ২০২২ সালের প্রথম থেকে নবম শ্রেণিতে সরকারি স্কুলে ভর্তির জন্য গত ২৫ নভেম্বর অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়। ১৬ ডিসেম্বর রাত ১২টার আগে আবেদন শেষ হয়।
আরসি-০৩