সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২১
০৫:৪৩ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৪, ২০২১
১০:০৬ অপরাহ্ন
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছেন শতাধিক যাত্রী। এই ঘটনা তদন্তে নৌপরিহন মন্ত্রণালয় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল। ঝালকাঠির সুগন্ধা নদীতে পৌঁছলে এতে আগুন ধরে যায়। বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে লঞ্চটিতে আগুন লাগে।
দুপুরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন বলেন, লঞ্চে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
এর আগে সকালে ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ফিরোজ কুতুবী ৩০ জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছিলেন।
ঝালকাঠি ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে আহত হয়েছেন কমপক্ষে ৭২ জন যাত্রী। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
লঞ্চটি বর্তমানে সুগন্ধা নদীর দিয়াকুল পাড়ে ভেড়ানো রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
এএন/০৫