নওগাঁয় ১৪৪ ধারা জারি

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৭, ২০২১
০৭:৩৩ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৭, ২০২১
০৭:৩৩ অপরাহ্ন



নওগাঁয় ১৪৪ ধারা জারি

নওগাঁয় একই স্থানে একই সময়ে বিএনপি, যুবলীগ ও ছাত্রলীগের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ এ আদেশ জারি করেন। 

আদেশে জানানো হয়, মঙ্গলবার ২৮ ডিসেম্বর শহরের নওজোয়ান মাঠে একই সময়ে বিএনপি, যুবলীগ ও ছাত্রলীগের সমাবেশ ডাকায় এ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এতে পৌরসভা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

সোমবার বিকেল ৩টা থেকে ২৯ তারিখ বিকেল ৩টা পর্যন্ত নওগাঁ পৌর এলাকায় ১৪৪ ধরা জারি বলবৎ থাকবে। এই পরিস্থিতিতে পৌরসভা এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সভা, সমাবেশ ও মিছিল-মিটিং নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি বানচাল করতে একই স্থানে ছাত্রলীগ ও যুবলীগ পাল্টা কর্মসূচি ঘোষণা এবং প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।

আরসি-১১