বুস্টার ডোজে দেওয়া হবে তিন ধরনের টিকা

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৮, ২০২১
১২:৪১ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৮, ২০২১
১২:৪১ অপরাহ্ন



বুস্টার ডোজে দেওয়া হবে তিন ধরনের টিকা

বয়স্ক ও সম্মুখসারির মানুষদের টিকা প্রদানের মধ্য দিয়ে দেশজুড়ে সীমিত পরিসরে শুরু হয়েছে বুস্টার ডোজের কার্যক্রম। এই কার্যক্রমে দেওয়া হবে তিন ধরনের টিকা।

স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিঞা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বলেন, বুস্টার ডোজ হিসেবে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্না—এ তিন ধরনের টিকা দেওয়া হবে। চীনের কোনো টিকা এ ক্ষেত্রে ব্যবহারের সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, ‘দেশের সবাইকে দুই ডোজ ভ্যাকসিন অবশ্যই নিতে হবে। ষাটোর্ধ্ব এবং সম্মুখসারির যোদ্ধারা বুস্টার ডোজ পাবেন।’

কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির (ইপিআই) পরিচালক এবং জাতীয় কভিড-১৯ ভ্যাকসিন পরিকল্পনার সদস্যসচিব ডা. শামসুল হক বলেন, ‘আমরা এ বিষয়ে সোমবার সকালে চিঠি দিতে পারিনি। সে কারণে বিকেলে চিঠি পাঠানো হয়েছে। শুধু ঢাকায় নয়, দেশজুড়ে বুস্টার ডোজ দেওয়া শুরু করতে চিঠি পাঠানো হয়েছিল।

আরসি-০৭