শীত আরও বাড়বে রাত থেকে

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ০২, ২০২২
০২:৪৫ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০২, ২০২২
০২:৪৫ অপরাহ্ন



শীত আরও বাড়বে রাত থেকে

দেশের বেশির ভাগ এলাকায় রোববার (২ জানুয়ারি) রাত থেকে শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

অধিদফতর জানায়, আজ রাতে দেশের তাপমাত্রা আরও কমতে পারে। শৈত্যপ্রবাহের এলাকাও বিস্তৃত হতে পারে। আগামী কয়েক দিন ধারাবাহিকভাবে শীত বাড়তে পারে।

সংস্থাটি জানিয়েছে, গত ২-১ দিনে দেশের বিভিন্ন এলাকায় ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমেছে। শীতের পাশাপাশি দেশের উত্তরাঞ্চলে কুয়াশা বেড়ে গেছে। বিশেষ করে নদী তীরবর্তী এলাকাগুলোতে কুয়াশা বেশি বেড়েছে। আজ যশোর, চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলাগুলোতে শৈত্যপ্রবাহ শুরু হয়ে যেতে পারে। আগামী কয়েকদিন উত্তরাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ ছড়াতে পারে।

গত ২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন ৯.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বাংলাদেশের আকাশ থেকে মেঘ সরে গেছে। ফলে দিনে রোদ বাড়তে শুরু করেছে। আর রাতে তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী কয়েকদিন ধারাবাহিকভাবে শীত বাড়তে পারে। শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে।

আরএম-১০