সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ০৩, ২০২২
০৫:২৩ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০৩, ২০২২
০৫:২৩ পূর্বাহ্ন
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ (এপিবিএন)-এর অধিনায়ক নাইমুল বিষয়টি নিশ্চত করেছেন।
রবিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উখিয়া বালুখালী ২০ ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে এপিবিএনের পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক টিম কাজ করছে।
নাইমুল জানান, ‘উখিয়া বালুখালী ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। এখনো আগুন নেভাতে চেষ্টা চলছে। তবে কিভাবে অগ্নিকাণ্ড ঘটেছে সেটি এই মুহূর্তে নিশ্চিত হওয়া যায়নি। সেখানে পুলিশ কাজ করছে।’
উখিয়া বালুখালী ক্যাম্পের নেতা সুলতান আহমদ জানান, রবিবার হঠাৎ ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নেভাতে চেষ্টা চলছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরসি-০১