'বাংলাদেশে মার্চ-এপ্রিলে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা'

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ০৪, ২০২২
১২:০৭ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৪, ২০২২
১২:১২ পূর্বাহ্ন



'বাংলাদেশে মার্চ-এপ্রিলে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা'

আগামী মার্চ-এপ্রিলে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ সোমবার (৩ জানুয়ারি) বাংলাদেশ হেলথ রিপোর্টার্স এর সাথে এক আলোচনায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এই কথা জানান।

সমসাময়িক বিষয় নিয়ে এই মতবিনিময়ের আয়োজন করা হয়।

ডা. আবুল বাশার বলেন, গত দুই বছরে করোনাভাইরাস মোকাবেলায় নেওয়া ব্যবস্থাপনা ও অভিজ্ঞতার আলোকে জেলা পর্যায়ে হাসপাতালের পুরো প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জানুয়ারির মধ্যেই তা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, দু’একদিনের মধ্যেই বুস্টার ডোজের বয়সসীমা কমানো হবে। এসএমএস ছাড়াও ৬০ বছরের কম বয়সী কো-মরবিডিটি রোগীরা আগের কেন্দ্রে টিকা নিতে পারবেন। সে ক্ষেত্রে তাদের রোগের প্রয়োজনীয় তথ্যপ্রমাণ থাকতে হবে বলেও জানান তিনি।

আরসি-০৭