নবীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ০৪, ২০২২
০৭:৪৮ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০৪, ২০২২
০৭:৫২ পূর্বাহ্ন
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির ঐকান্তিক প্রচেষ্টায় পূরণ হচ্ছে বাহুবল উপজেলা বাসীর দীর্ঘদিনের স্বপ্ন। সেই সাথে বাস্তবায়িত হচ্ছে মিলাদ গাজী এমপির নির্বাচনী প্রতিশ্রুতিরও।
জানা যায়, প্রায় দুই যুগ ধরে বন্ধ থাকা পরিত্যাক্ত সাটিয়াজুরী রেলস্টেশন পুনঃরায় চালু করতে উদ্দোগ নিয়েছেন এমপি মিলাদ গাজী । তারই ধারাবাহিকতায় সোমবার (৩ জানুয়ারি) স্থানীয় সাটিয়াজুরী বাজারে রেলস্টেশনের নতুন করে নির্মাণ ও আধুনিকায়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন বুলবুল, সহকারী পুলিশ সুপার (বাহুবল-নবীগঞ্জ সার্কেল) মো. আবুল খায়ের, বাহুবল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি ও আব্দুল কদ্দুস, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম, মিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. সাইফুদ্দিন লিয়াকত, সাধারণ সম্পাদক আব্দুস সহিদ জিতু, নবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, বাহুবল উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈয়দ আব্দুল গাফ্ফার মিলাদ, যুগ্ম আহ্বায়ক রশিদ আহমেদ, সাটিয়াজুরী ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দালুর রহমান প্রমূখ।
এ সময় দুই যুগের বেশী সময় ধরে পরিত্যাক্ত এই রেলস্টেশনটি পুনরায় চালু করায় বক্তারা এমপি মিলাদ গাজীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং এই রেল স্টেশন চালু হলে বাহুবল ও চুনারুঘাট উপজেলার শত শত মানুষ উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ এইচ/বি এন-০৩