হবিগঞ্জের দুই উপজেলায় উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ০৫, ২০২২
১২:৪৬ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৫, ২০২২
১২:৪৮ অপরাহ্ন



হবিগঞ্জের দুই উপজেলায় উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ

হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলার ২১ টি ইউনিয়নে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হলেও তার আগেই ভোর থেকে বিভিন্ন বয়সী নারী পুরুষ ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ভোটাররা।

যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোটকেন্দ্র ও বাইরে পুলিশ, র‍্যাব , বিজিবি ও আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে।

২১ টি ইউনিয়নের মধ্যে মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫৬ জন চেয়ারম্যান, ৩৩ টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৪৩ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৯৯ টি সাধারণ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪৩৫ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চুনারুঘাট উপজেলার ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৮ জন, ৩০ টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬১ জন এবং ৯০ টি সাধারণ সদস্য পদে ৪১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ বিষয়ে বানেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার নির্মল চন্দ্র দাস জানান, এ পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে।

এসআরডি/আরসি-০৫