নাতি ও ছেলের কোলে চড়ে ভোট দিতে এসেছেন ৮৫ বছরের আহম্মদ আলী

সৈয়দ হাবিবুর রহমান ডিউক


জানুয়ারি ০৫, ২০২২
০১:০৪ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৫, ২০২২
১১:১৮ অপরাহ্ন



নাতি ও ছেলের কোলে চড়ে ভোট দিতে এসেছেন ৮৫ বছরের আহম্মদ আলী

দৃষ্টি শক্তি এখনো আছে। বয়সের ভারে নুয়ে পড়ছে দেহ, কথা বলতেও পারেন না। তবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে ঠিকই চলে এসেছেন কেন্দ্রে। নাতি ও ছেলের কোলে চড়ে ভোট  দিতে আসেন ৮৫ বছরের বৃদ্ধ আহম্মদ আলী। তিনি মাধবপুর উপজেলার  বুল্লা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত মানিক মিয়ার ছেলে।

নাতি আনন্দ মিয়া ও ছেলে মিলন মিয়া কোলে করে নিয়ে আসেন। ভোট দিতে সহযোগিতা করেন প্রিজাইডিং অফিসার নির্মল চন্দ্র দাস সহ অন্যান্যরা।

শারিরীক দুর্বলতায় নিজের প্রতিক্রিয়া জানাতে পারেন নি, কিন্তু হাসিমুখে যেন জানিয়ে দিলেন তাঁর সব অভিব্যক্তি। 

এ বিষয়ে স্থানীয় মুরব্বি বুলবুল আহমেদ চৌধুরী জানান, এই বয়সে উনি ভোট দিতে এসেছেন এটা গণতন্ত্রের একটা চমৎকার উদাহরণ। সবকিছু মিলিয়ে উৎসবের আমেজে ভোট গ্রহণ চলছে এজন্য সংশ্লিষ্ট  সবাইকে ধন্যবাদ। 

হবিগঞ্জের  মাধবপুর উপজেলার ১১ টি ইউনিয়নে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হলেও তার আগেই ভোর থেকে বিভিন্ন বয়সী নারী পুরুষ ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ভোটাররা।

যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোটকেন্দ্র ও বাইরে পুলিশ, র‍্যাব , বিজিবি ও আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে।

বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরসি-০৬