সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ০৫, ২০২২
০৯:৫৪ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০৫, ২০২২
০৯:৫৪ অপরাহ্ন
স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় কারাগারে থাকা সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৫ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জাজ শেখ আশফাকুর রহমানের আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফখরুদ্দিন চৌধুরী।
তিনি বলেন, জামিনের জন্য মহানগর দায়রা জজ আদালতে আসামি বাবুল আক্তারের পক্ষে আইনজীবী আবেদন করেছিলেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। দুই পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
বি এন-০৭