হবিগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ০৬, ২০২২
০৫:৫৫ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০৬, ২০২২
০৫:৫৫ পূর্বাহ্ন
হবিগঞ্জ উপজেলার আজমিরীগঞ্জের শিবপাশা বাজারে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলছিল দুই ব্যক্তির ঝুলন্ত মরদেহ। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। তবে এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক ব্যক্তি ওই উপজেলার শিবপাশা বাজারে হাঁটাহাঁটির সময় একটি বৈদ্যুতিক খুঁটিতে তারের মধ্যে দুই ব্যক্তির মরদেহ ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ট্র্যান্সফর্মার চুরির জন্য তারা খুঁটিতে উঠছিল। কিন্তু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এস আর/বি এন-০১