যাদের টিকা দেওয়া হয়নি তাদের ক্লাস অনলাইনে

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ০৬, ২০২২
১০:১২ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৬, ২০২২
১০:১২ অপরাহ্ন



যাদের টিকা দেওয়া হয়নি তাদের ক্লাস অনলাইনে

শিক্ষামন্ত্রী দীপুমনি এমপি বলেছেন, 'যাদের টিকা দেওয়া হয়নি তাদের অনলাইনে ক্লাস চলতে থাকবে। পাশাপাশি যারা টিকা নেয়নি তাদের টিকার আওতায় আনতে হবে।'

তিনি আরও বলেন, 'যেভাবে টিকাদান কর্মসূচি চলছে তাতে খুব শিগগিরই ১২ বছরের বেশী বয়সী শিক্ষার্থীদের অধিকাংশের টিকা দেওয়া হয়ে যাবে। করোনা পরিস্থিতির অবনতি হলে ছাত্রছাত্রীদের অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হবে।'

শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার বিকেলে গাজীপুর মহানগরীর বাহাদুরপুরে রোভার স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিভা অন্বেষণ ও আন্তঃইউনিট বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ রোভার স্কাউটস অঞ্চল এ অনুষ্ঠানের আয়োজন করে। 

তিনি বলেন, ‘করোনা ও ওমিক্রনের ব্যাপারে আমাদের কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। অনেক উন্নত দেশ ওমিক্রনের তাণ্ডবে বিপর্যস্থ। আমাদের টিকা নেওয়ার কর্মসূচি আরো জোরদারের পাশাপাশি যারা টিকা নেয়নি তাদের টিকার আওতায় আনতে হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অভিভাবকদের এবং শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আমাদের গুরুত্বের সঙ্গে ভাবতেই হবে।'

আরসি-১৭