নবীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২২
০৬:২৬ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১২, ২০২২
০৬:২৬ পূর্বাহ্ন
নবীগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে সংশ্লিষ্টদের সর্তক করার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট উত্তম কুমার দাশ এর নেতৃত্বে নবীগঞ্জ থানার এস. আই মৃদুল দাশসহ একদল পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ জনকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ১০৮ ধারা মোতাবেক আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ জানান, জনস্বার্থে ফুটপাত দখল মুক্ত করতে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এ এইচ/বি এন-০৬