নবীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২২
০৮:০৩ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১২, ২০২২
০৮:০৩ অপরাহ্ন
নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রাম থেকে মাদক সেবনের দায়ে ৬ জনকে আটক করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ জানুয়ারি ) সন্ধ্যা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর এলাকা থেকে ৮ মাদক সেবন কারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সেলিম মিয়া (৩৫), রাসেল আহমেদ (৪৪), মিজান আহমেদ (১৯), ফরিদ মিয়া(৫৫), লিটন মিয়া(৪১) ও শাহারাজ মিয়া(৫০)।
গ্রেপ্তারকৃতদের প্রত্যেককে মাদক সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক এক ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মাদকদ্রব্য অধিদপ্তর, হবিগঞ্জ ও স্থানীয় পুলিশের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব উত্তম কুমার দাশ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নিকট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ এর পরিদর্শক মো. এমদাদ উল্লা প্রসিকিউসন প্রদান করেন এবং নবীগঞ্জ থানার এস.আই সম্রাট মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।
এ এইচ/বি এন-০৭