জেলা সমাবেশ স্থগিত করবে বিএনপি

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ১৩, ২০২২
০৬:২০ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৩, ২০২২
০৬:২০ অপরাহ্ন



জেলা সমাবেশ স্থগিত করবে বিএনপি

সরকারি বিধি-নিষেধ মেনে জেলা পর্যায়ের সমাবেশ স্থগিত করতে যাচ্ছে বিএনপি। বুধবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটি সভায় এ সিদ্ধান্ত হয়। আগামীকাল শুক্রবার সংবাদ সম্মেলনে দলের সিদ্ধান্ত জানাবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নিষেধাজ্ঞার কারণে নওগাঁ বিএনপির সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এ সমাবেশ হওয়ার কথা ছিল। জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান মাস্টার এ তথ্য জানান।

বৃহস্পতিবার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের কর্মসূচি এখনো যেটা চলমান রয়েছে। এরপরে যদি কিছু হয় আমাদের সিনিয়র নেতৃবৃন্দ কথা বলে আপনাদেরকে জানাবেন, আবারো নেতৃবৃন্দ বসে আপানাদেরকে জানাবে। খুব তাড়াতাড়িই আপনাদেরকে জানাবে।’

ওমিক্রণের দাপটে সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে ১১ ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ শুরু হয়েছে। এই বিধি-নিষেধে উন্মুক্ত স্থানে যেকোনো সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান কিংবা রাজনৈতিক সভা-সমাবেশ থাকবে বন্ধ। বুধবার থেকে দ্বিতীয় ধাপের সমাবেশ শুরু হয়েছে। প্রথমদিন ছয় জেলা সমাবেশ হয়। ৫ ধাপে ২২ জানুয়ারি পর্যন্ত ৪০ জেলায় সমাবেশ হওয়ার কথা ছিল।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিএনপির স্থায়ী কমিটি বলেছে, চলমান নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রেখে রাজনৈতিক সভা-সমাবেশের ওপর বিধি-নিষেধ ‘অগ্রহণযোগ্য’। করোনা ভাইরাসের বিস্তার রোধে ঘরোয়া সুবিধা বহাল রেখে উন্মুক্ত স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণে সরকারি ‘অপপ্রয়াস’। 

আরসি-১২