শান্তিগঞ্জে গরু চুরির অপরাধে গরু সহ ৪ অভিযুক্ত আটক

শান্তিগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ১৫, ২০২২
০২:২৩ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৫, ২০২২
০২:২৩ অপরাহ্ন



শান্তিগঞ্জে গরু চুরির অপরাধে গরু সহ ৪ অভিযুক্ত আটক

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় গরু চুরির অপরাধে ৪ অভিযুক্তকে আটক করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। 

শনিবার (১৫ জানুয়ারি) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক দেবাশীষ সূত্রধর সহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করেন। 

আটককৃতরা হলে শান্তিগঞ্জ থানা এলাকার আমরিয়া গ্রামের মনু মিয়ার ছেলে মুস্তাকিন মিয়া প্রকাশ মুস্তাকিম (২০), একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সিএনজি চালক ছাদিকুর রহমান (১৯), বুড়মপুর গ্রামের হাজী মাসুদ মিয়া প্রকাশ মসুক মিয়ার ছেলে সালমান হোসেন (২৩) ও একই গ্রামের রফিক মিয়ার ছেলে আব্দুল মোতালিব( ২১)। শনিবার (১৫ জানুয়ারি) আমরিয়া গ্রামের কৃষক কাচা মিয়ার ছেলে নুর উদ্দিন বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

আটককৃত অভিযুক্তদেরকে শনিবার (১৫ জানুয়ারি) বিজ্ঞ আদালতে চালান দিয়েছে শান্তিগঞ্জ থানা পুলিশ। বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ বলে নিশ্চিত করেছেন  মামলা তদন্তকারী কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক দেবাশীষ সূত্রধর।

আমরিয়া গ্রামের কৃষক নুর উদ্দিন জানান, আমি হতদরিদ্র মানুষ। একটি গরুই আমার সহায় সম্বল এবং লালন পালন করছি। আল্লাহ সহায় ছিলেন বলে গরুটি ফিরে পেয়েছি। 

মামলা তদন্তকারী কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক দেবাশীষ সূত্রধর জানান, গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর আমরিয়া গ্রামের নুর উদ্দিন তাঁর একটি ষাড় গরু গ্রামের পশ্চিমের মাঠে বেঁধে রাখেন। দুপুরে অভিযুক্তরা গরুটি চুরি করে সিএনজি গাড়ী যোগে বিশ্বম্ভরপুর থানা এলাকার বাঘবেড় গরু বাজারে এলাকায় নিয়া যায়।

তাৎক্ষণিক খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ বিশ^ম্ভরপুর থানা পুলিশের সহায়তায় অভিযুক্তদের আটক করি। 

শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মুক্তাদির হোসেন জানান, অভিযুক্তরা এলাকার বিভিন্ন এলাকায় সিএনজি গাড়ীযোগে গরু, ছাগল চুরি করে। পুলিশ চোরাই যাওয়া গরু সহ তাদেরকে আটক করেছে। এ ঘটনায় চুরির অপরাধে মামলা দায়ের করা হয়েছে।  

এস টি/বি এন-০১