মেলা-সমাবেশ-অনুষ্ঠানে অংশ নিতে লাগবে টিকা ও করোনা নেগেটিভের সনদ

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২১, ২০২২
০৬:১৮ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২১, ২০২২
০৬:১৮ অপরাহ্ন



মেলা-সমাবেশ-অনুষ্ঠানে অংশ নিতে লাগবে টিকা ও করোনা নেগেটিভের সনদ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাণিজ্য মেলা, বইমেলা, স্টেডিয়ামে টিকা গ্রহণ ও করোনা টেস্টে নেগেটিভের সনদ নিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, সামাজিক অনুষ্ঠানে ১০০ জনের বেশি যেতে পারবে না এবং তাদেরও টিকার সনদ থাকতে হবে। সরকারি-বেসরকারি অফিস-আদালত অর্ধেক জনবল দিয়ে চলবে। আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগির তা কার্যকর করা হবে। 

আজ শুক্রবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলমসহ স্বাস্থ্য অধিদপ্তরের অনান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, বাণিজ্য মেলা, বইমেলা, স্টেডিয়ামে টিকা ও করোনা টেস্টের সনদ নিয়ে যেতে হবে। সামাজিক অনুষ্ঠানে ১০০ জনের বেশি যেতে পারবে না এবং তাদেরও টিকার সনদ থাকতে হবে। 

দুই সপ্তাহ পর পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা কিংবা বন্ধ রাখার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

আরসি-১২