কথা বলতে শিক্ষার্থীদের ফের ঢাকায় যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

শাবিপ্রবি প্রতিনিধি


জানুয়ারি ২১, ২০২২
১০:১১ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২১, ২০২২
১০:১১ অপরাহ্ন



কথা বলতে শিক্ষার্থীদের ফের ঢাকায় যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় বসার জন্য ফের ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

আজ শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের মাধ্যমে এই আহ্বান জানান।

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, 'তোমরা যা বলছো তা আমরা বুঝতেছি। কিন্তু অনলাইনে কথা বলে অনেক সময় অনেক বিষয় সমাধান হয় না। তাই শিক্ষামন্ত্রী ঢাকা যাবার অনুরোধ জানিয়েছেন। তোমরা চাইলে শিক্ষামন্ত্রী মহোদয় নিজে বিমানের টিকিট দেবেন, আবার আসার ব্যবস্থাও করবেন। আর অনশনরত যারা তারা প্রয়োজনে অনলাইনে যুক্ত হবেন।'

মন্ত্রীর বরাত দিয়ে তিনি আরও বলেন, 'উনি যে আসবেন না বিষয়টি এমন নয়। প্রয়োজন হলে উনি সিলেটে আসবে। তবে উনার আসতে হয়তো দুই একদিন দেরি হতে পারে। এতে আরও বেশি দেরি হবে।'

এদিকে শিক্ষার্থীরা তাকে বলেন, 'আমাদের সহপাঠীরা অনশনে। তাদের অনেকের অবস্থাই গুরুতর। অনশনরত অনেকেই আলোচনায় যুক্ত হতে চান। এই পরিস্থিতিতে আমাদের ঢাকায় যাওয়া ঠিক হবে না। এজন্য আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে। আমরা অনলাইনে শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করতে চাই, এছাড়াও উনি যদি এসে আমাদের দেখতেন এবং আমাদের সঙ্গে কথা বলতেন।'

অন্যদিকে বিকেল তিনটার দিকে আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে মোবাইল ফোনে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বললে শিক্ষার্থীরা ঢাকায় গিয়ে মন্ত্রীর সঙ্গে বসে কথা বলার আহ্বানে সাড়া দেন। 

আরসি-২৭