শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলনে ‘ইন্ধন’ দেখছেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২৩, ২০২২
০২:১৮ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৩, ২০২২
০২:১৮ পূর্বাহ্ন



শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলনে ‘ইন্ধন’ দেখছেন শিক্ষামন্ত্রী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর সঙ্গে শুক্রবার (২১ জানুয়ারি) আলোচনা করতে রাজি হয়েও শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করেন। এই সিদ্ধান্ত পরিবর্তনের পেছনে কাদের ইন্ধন দেখছেন শিক্ষামন্ত্রী। কাদের ‘ইন্ধন’ রয়েছে সেটা সাংবাদিকদের খতিয়ে দেখতে বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শনিবার (২২ জানুয়ারি) রাতে শাবিপ্রবি শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এর আগে সন্ধ্যা সোয়া ৬টায় এ বৈঠক শুরু হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, অসুস্থজনিত কারণে আমি সিলেটে যেতে পারছি না। তাই শিক্ষার্থীদের শনিবার ঢাকায় এসে আলোচনার প্রস্তাব দিয়েছিলাম। আসার সব ব্যবস্থা আমি করে দেব বলে প্রতিশ্রুতিও দিয়েছিলাম। তারা আমার প্রস্তাবে উৎসাহ নিয়ে রাজি হয়।  তারা শনিবার নয়, শুক্রবার সন্ধ্যায়ই আমার সঙ্গে আলোচনায় বসতে চাইল। কিন্তু শেষ পর্যন্ত তারা সে সিদ্ধান্ত থেকে সরে আসে। কাদের ইন্ধনে তারা মত পরবির্তন সেটা আপনারা সাংবাদিকরা একটু খুঁজে বের করুন তো।

এখনও সেই ইন্ধনের প্রভাব আছে কি না সেটাও সাংবাদিকদের খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। 

আরেক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমি যেতে না পারলেও প্রয়োজনে আমার পক্ষ থেকে সেখানে প্রতিনিধি পাঠানো হবে। তবে সবার আগে শিক্ষার্থীদের আলোচনায় বসতে রাজি হতে হবে। সব সমস্যারই সমাধান আছে, সেই সমাধানের পথ আলোচনা।

ডা. দীপু মনি বলেন, পুলিশী একটা হামলা হয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে। সেখানে শিক্ষার্থীরা যেমন আহত হয়েছে, তেমনি শিক্ষকরাও আহত হয়েছেন।

আরসি-২৫