সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২২
১০:২৬ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২৬, ২০২২
১০:২৬ অপরাহ্ন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৫২৭ জন।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৭ লাখ ৩১ হাজার ৫২৪ জনের করোনা শনাক্ত হলো। এছাড়া, করোনায় মোট মারা গেছেন ২৮ হাজার ২৭৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৯ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ১৫ হাজার ৫২৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।
বি এন-০৯