হবিগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২২
০৭:১৮ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ৩১, ২০২২
০৭:২০ পূর্বাহ্ন
হবিগঞ্জের বাহুবল উপজেলার ইউনিয়ন (ইউপি) নির্বাচনের আগের রাতে মারা গেলেন ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী আনিসুল রহমান চৌধুরী কামাল। তিনি বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রার্থী ছিলেন।
রবিবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
আনিসুল রহমান চৌধুরী কামাল বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের রাজসুরত গ্রামের দেওয়ান আলফু মিয়ার ছেলে। তিনি পুটিজুরি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) প্রার্থী ছিলেন। তার প্রতীক ছিল বৈদ্যুতিক পাখা।
স্থানীয়রা জানান, নির্বাচনের আগের দিন রাত ১০টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে বাড়িতে মারা যান। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ছাদেকুর রহমান জানান, নির্বাচনের কয়েক ঘণ্টা আগে মারা যাওয়ার খবর শুনেছি। তবে ওই ওয়ার্ডের অন্যান্য প্রার্থীদের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এস আর/বি এন-০৪