বাহুবলে ও শায়েস্তাগঞ্জে নৌকা ও লাঙ্গল ২ এবং স্বতন্ত্রের ৪ প্রার্থী জয়ী

নবীগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ৩১, ২০২২
০৮:৪৬ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ৩১, ২০২২
০৮:৪৮ অপরাহ্ন



বাহুবলে ও শায়েস্তাগঞ্জে নৌকা ও লাঙ্গল ২ এবং স্বতন্ত্রের ৪ প্রার্থী জয়ী

হবিগঞ্জের বাহুবল উপজেলার ৭ ইউনিয়নে সোমবার (৩১ জানুয়ারী) ৬ষ্ট ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবারই প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৭টি ইউনিয়নের ৭৬ কেন্দ্রে সবকটিতেই ইভিএম এ ভোট নেওয়া হয়েছে।

শায়েস্তাগঞ্জ উপজেলার একমাত্র শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বুলবুল খান আনারস মার্কা নিয়ে  বিজয়ী হয়েছেন। 

বাহুবল উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্নানঘাট ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কা নিয়ে তোফাজ্জল হোসেন বিজয়ী হয়ে ছেন। পুটিজুরী ইউনিয়ন পরিষদে নৌকা মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন মুদ্দত আলী। সাতকাপন ইউনিয়ন পরিষদে লাঙ্গল মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন আব্দাল মিয়া। বাহুবল সদর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন আজমান আলী। লামাতাসি ইউনিয়ন পরিষদে লাঙ্গল মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন উস্তার মিয়া। মিরপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী চশমা মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন শামীম আহমেদ ও ভাদেশ্বর ইউনিয়ন পরিষদে নৌকা মার্কা নিয়ে কামাল উদ্দিন বশির নির্বাচিত হয়েছেন। 

বাহুবল উপজেলার ৭ ইউনিয়নে সর্বমোট ভোট ১ লাখ ৪০ হাজার ৭৭০। তন্মধ্যে পুরুষ ৭২ হাজার ৭১২ ও মহিলা ৬৮ হাজার ৫৪। 

নির্বাচনে ৪০ জন চেয়ারম্যান, ১০২ জন সংরক্ষিত নারী সদস্য ও ৩২৬ জন সাধারণ সদস্য পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

সোমবার ভোট গ্রহণ নির্বিঘ্নে  করতে ১০ ম্যাজিস্ট্রেট, বিজিবি’র ৮০, র‌্যাব-এর ৪৩ পুলিশ-এর ৮৬০ ও আনসার বাহিনীর ১,২৯২ জন সদস্য দায়িত্ব পালন করেন। এছাড়াও ইভিএম মেশিন পরিচালনায় অভিজ্ঞ ২ জন করে অপারেটর প্রতিটি কেন্দ্রে এবং প্রতি তিন কেন্দ্রের জন্য একটি করে ইভিএম বিশেষজ্ঞ মোবাইল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

আরসি-১১