বাহুবলে ১৩ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

নবীগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ০১, ২০২২
০২:১৭ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০১, ২০২২
০২:১৭ অপরাহ্ন



বাহুবলে ১৩ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিগঞ্জের বাহুবল উপজেলার ৭টি ইউনিয়নে মোট ১৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে তাদের জামানত হারিয়েছেন। মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় প্রার্থীরা তাদের জামানত হারান।

ঘোষিত নির্বাচনী ফলাফল অনুযায়ী জামানত হারানো প্রার্থীরা হলেন- পুটিজুরী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিন আরিফ (১৯৯ ভোট), শাহ ফয়জুল কবির (২৪১ ভোট), সাতকাপন ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আজিজুর রহমান তালুকদার (১৮৪ ভোট), খেলাফত মজলিস প্রার্থী মোহাম্মদ ছায়েদ আহম্মদ (২৬৪ ভোট), লামাতাসি ইউনিয়নে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর প্রার্থী (৬৮ ভোট), মিরপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. নূরুল হক আছকির (১১১ ভোট), মো. আব্দুল মুতালিব রুবেল (১২৩ ভোট), মো. শামীম মিয়া (২৪২ ভোট), মো. হেলাল মিয়া (৭১৮ ভোট) ও জাতীয় পার্টির প্রার্থী (৩৩৪ ভোট), ভাদেশ্বর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী (২১৬ ভোট), স্বতন্ত্র প্রার্থী মো. মাখন মিয়া (৩৪৬ ভোট) ও মো. তাজুল ইসলাম চৌধুরী (৮৯৫ ভোট)।

এ এইচ/বি এন-০১