রবিবার থেকে ফের ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০২, ২০২২
১২:১৯ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০২, ২০২২
১২:১৯ পূর্বাহ্ন



রবিবার থেকে ফের ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা

আবারো শুরু হচ্ছে ৪০ তম বিসিএসের মৌখিক পরীক্ষা। আগামী রবিবার (৬ ফেব্রুয়ারি) থেকে পুণরায় শুরু হবে।

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) পিএসসি চেয়ারম্যান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী ৬ ফেব্রুয়ারি থেকে এ মৌখিক পরীক্ষা আবার শুরু হচ্ছে।

এর আগে গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। ৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে।

আরসি-১৫